মহামারি আকাড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর সংক্রম থেকে বাঁচতে বিজ্ঞান নির্ভর হয়ে যেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোটা বিশ্ব, সেখানে জীবানু থেকে বাঁচতে ভারতে গরুর মূত্র দিয়ে তৈরি করা হয়েছে স্যানিটাইজার। দেশটির গুজরাতের একটি সমবায় সংস্থা গরুর মূত্র, নিম ও তুলসি পাতা দিয়ে ওই স্যানিটাইজার তৈরি করছে। তাদের দাবি, গরুর মূত্র দিয়ে তৈরি করা স্যানিটাইজার খুব দ্রুত জীবাণুমুক্ত করতে পারবে।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji