পশ্চিমবঙ্গের কোচবিহারে রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে কোচবিহার ভোটকেন্দ্রে ভারতের কেন্দ্রীয় সিএপিএফ (সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) পুলিশ গুলি করে ৫ জনকে হত্যা করেছে। নিহতদের সবাই মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কর্মী বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
শনিবার (১০ এপ্রিল) সকালে কোচবিহারের শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী (হিন্দুত্ববাদী) বিজেপির হয়ে কাজ করছে। রাতভর মদ-মাংস খেয়ে সকালে নির্বিচারে গুলি চালিয়েছে। সুষ্ঠ নির্বাচন করানোর ভার যাদের কাঁধে, তাদের নির্বিচারে গুলি চালানোর অধিকার কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
স্থানীয় এক তৃণমূল কর্মী বলেন, দলে দলে মানুষ ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় বিনা প্ররোচনায় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji