সদ্য দলত্যাগ করা আলোচিত নেতা ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমারা জামায়াতকে দোষ দেই। কিন্তু বেশিরভাগ উগ্রবাদ সৃষ্টি হয়েছে কওমী মাদ্রাসা থেকে। দেশে উগ্রবাদ তৈরির জন্য কওমী মাদরাসাগুলো দায়ী।
তিনি বলেন, ‘আজাহারী বের হয়েছে। হেলিকপ্টার হুজুর বের হয়েছে। আফসারী বের হয়েছে। এগুলো কওমী লাইনের। কাদের মির্জা আরো উল্লেখ করেন, ‘পৃথিবীতে যত উগ্রবাদ আছে, ম্যাক্সিমাম (বেশিরভাগ) কাওমী মাদরাসা থেকে বের হয়েছে।
আজ সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।কাদের মির্জা এসময় উল্লেখ করেন, অনেকে খুশি কারার জন্য মসজিদ বানায়। যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো এটা কি ইসলাম সম্মত? ইসলাম কি বলছে, যাকাতের টাকা দিয়ে মসজিদ বানানোর জন্য, মাদরাসা বানানোর জন্য? এটা অন্যভাবে আপানারা তৈরি করতে পারেন। কিন্তু যাকাতের টাকায় নয়। যাকাতের টাকা প্রথম দিতে হবে যদি আপনার দরিদ্র কোনো আত্মীয় থাকে, তাকে। এটা গরিবের হক, তাদেরকে দিতে হবে। এই যাকাতের টাকা দিয়ে মসজিদ বানালে হবে না।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আরো বলেন, সারাজীবন চাকরিতে দুর্নীতি করে অনেকে এখন মসজিদ বানায়। আর এলাকায় দাড়ি, টুপি রেখে, কপাল ঘঁষে কালো করে মানুষকে দেখানোর জন্য… আমি নামাজ পড়ি। কিছু কিছু দুর্নীতিবাজ নেতা শেষ বয়সে এসে এগুলো করে। আর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা মসজিদ বানায় তারপর মক্তব বানায়, মাদরাসা বানায়। এসব মসজিদে নামাজ পড়লে নামাজ কি জায়েজ হবে? দুর্নীতিবাজদের মাদরাসায় কুরআন পড়লে, কুরআন কি ইসলাম সম্মত হবে?
ক্যাডেট মাদ্রাসার সমালোচনা করে আবদুল কাদের মির্জা বলেন, এখন চালু হয়েছে এলাকায় এলাকায় ক্যাডেট মাদরাসা বানায়, যেগুলোর কোনোভিত্তি নেই। বেকার সৃষ্টির কারখানা। আমার এলাকার পাড়ায় পাড়ায় একটি-দু’টি করে ক্যাডেট মাদরাসা, মহিলা ক্যাডেট মাদরাসা। প্রতিটি ক্যাডেট মাদরাসায় ইসলামের কথা বলে, বেহেস্তের টিকেটের কথা বলে বাচ্চাদেরকে নিয়ে যায়। যেখানে তারা বেকার সৃষ্টি করছে। এ ক্যাডেট মাদরাসগুলোর কাজ কী? এই ক্যাডেট মাদরাসার ছাত্ররা তাদের শিক্ষা জীবন শেষ করে কী করবে? জামায়াতে ইসলাম করবে, ইসলামী ছাত্রশিবির করবে না কি হেফাজত করবে? তাদের জন্য অন্য কোনো পথ আছে? এ ক্যাডেট মাদরাসাগুলোর কোনো নিয়ম-কানুন আছে বলে আমি মনে করি না।
তিনি আরো উল্লেখ করেন, আমি বলব, আপনারা মসজিদ প্রতিষ্ঠা করেন, মক্তব প্রতিষ্ঠা করেন। কিন্তু এ বেকার সৃষ্টির কারখানা, রাজাকার সৃষ্টির কারখানা- এ ক্যাডেট মাদরাসাগুলো সৃষ্টি থেকে বিরত থাকেন।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji