ম্প্রতি নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে বিক্ষোভ করে হেফাজতের সমর্থকরা
বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
দু'হাজার তের সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্তরে অবৈধ সমাবেশ, হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা, এবং বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।
পল্টন থানার নিবন্ধন কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, এই মামলায় গতকাল রোববার আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক কামরুল ইসলাম তালুকদার ১০দিনের রিমান্ড চান। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji