পেগাসাস ঠেকাতে মুঠোফোনের ক্যামেরা ঢেকেছেন মমতা

 

বিজ্ঞাপন

মমতা বলেন, ‘পেগাসাসের নামে আমার–আপনার ফোন টেপিং হচ্ছে। টেপিং হচ্ছে অভিষেকের ফোনও। বাদ যায়নি বিচারপতি, মন্ত্রী, অফিসারদের ফোন টেপিং। ওরা রেকর্ডিং করে। তাই ওরা গণতন্ত্রের পরিবর্তে চালাচ্ছে দেশব্যাপী গোয়েন্দাগিরি।’

মমতা বলেন, ‘সত্যি কথা বলতে কি, এখন গোটা দেশেই গোয়েন্দাগিরি চালাচ্ছে ওরা। তাই তো এখন কাউকে ফোন করতে পারি না। কারণ, ফোন টেপ হয়, রেকর্ডিং হয়। তাই তো আমি ফোনের ক্যামেরা ঢেকে রেখেছি। লাগিয়েছি স্টিকিং প্লাস্টার।’

মমতা আরও বলেন, ‘ওদের বিশ্বাস করবেন না। ওরা সাম্প্রদায়িক। গণতান্ত্রিক অধিকার শেষ করে দিচ্ছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিচ্ছে। বিচারব্যবস্থাকে শেষ করে দিচ্ছে।’ এ সময় মমতা তাঁর ভাষণে নতুন একটি স্লোগান যোগ করেন, ‘পেগোসাস-ফেরোসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ