ধর্মীয় আলোচক, মুফাসসির ও ওয়ায়েজদের অরাজনৈতিক সংগঠন রাবেতাতুল ওয়ায়েজিন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টাদের সঙ্গে পরামর্শক্রমে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে তারা এই বিলুপ্তির ঘোষণা দেন।
গতকাল শনিবার (৯ অক্টোবর) সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান ও মহাসচিব মাওলানা হাসান জামিলের পক্ষে সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী কর্তৃক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। মূলত প্রশিক্ষণের মাধ্যমে ধর্মীয় আলোচকদের যোগ্যরূপে গড়ে তুলতে সহায়তা করার জন্যই সংগঠনটি কাজ করছিল।
এছাড়া করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। কিন্তু সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হয়েছেন।
যে কারণে নেতৃবৃন্দ মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। তাই সংগঠনের প্রধান উপদেষ্টা পীরে কামেল অধ্যক্ষ মিজানুর রহমান (পীর সাহেব দেওনা) ও সকল সদস্যের পরামর্শে এর বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।
বৈঠকে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মাওলানা আবদুল বাসেত খান, সহ-সভাপতি মাওলানা লোকমান সাদী, মহাসচিব মাওলানা হাসান জামিল, কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji