ঢাকা - ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ত্রিশাল বাস স্টেশন।স্টেশন থেকে  ত্রিশাল উপজেলা পরিষদ কার্যালয় পর্যন্ত ত্রিশালের মেইন রোডের বেহাল দশায় ভোগান্তিতে লোকজন।  ব্যস্ততম এ রাস্তাটি দিয়ে নগরীর অধিকাংশ মানুষ  চলাচল করে থাকে । দীর্ঘদিন এ গুরুত্বপূর্ণ সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত । সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদায় একাকার হয়ে থাকে।মানুষের হেটে যাওয়া দূরে থাক, যানবাহন চলাচলের জন্যও  সড়কটি একেবারেই অযোগ্য হয়ে উঠে।


উপজেলার বিভিন্ন দপ্তর, থানা,স্কুল,কলেজ, মাদ্রাসাসহ অনেক প্রতিষ্ঠানে আসা-যাওয়া হয় এই রোডের মাধ্যমে।এই রাস্তায় ভোগান্তির শিকার হওয়া লোকজনের যেন নৃত্যদিনের সাথী।


এটা নিয়ে গত কিছুদিন যাবৎ সোস্যাল মিডিয়ায় লেখালেখি করছে এলাকাবাসী,এবং দায়িত্বশীলদের নিকটও এ ব্যাপারে কথা বলা হয়েছে। তবে বারবার আশ্বাস দিয়ে থাকলেও, স্থানীয়রা জানান 'বহুদিন যাবৎ এ রাস্তার দুরবস্থা।উপজেলা ও পৌর এলাকার অন্যান্য রাস্তার উন্নয়ন হলেও, এই রাস্তার মেরামত করা হয়নি'।