সিলেটের কোম্পানিগঞ্জে নৌকা প্রতীকে জয়ী হয়ে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ। শনিবার (২ জানুয়ারি) সকালে বর্ণি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ নেতার নাম এখলাছ আলী।
তিনি দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার পরিবারের দাবি, ইমাদ আগে শিবরের নেতা ছিলেন। সাবেক এই শিবির নেতা আওয়ামী লীগে এসে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর এখলাছ তাকে সমর্থন করেনি। এ নিয়ে এখলাছের ওপর ক্ষিপ্ত ইমাদ।
এরই জেরে বর্ণি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করতে এসে এখলাছ ভোট না দেওয়ায় তাকে কটাক্ষ করে বক্তব্য দিতে থাকেন নবনির্বাচিত চেয়ারম্যান ইমাদ। এখলাছ এর প্রতিবাদ করলে তার দিকে তেড়ে যান ইমাদ এবং হামলা করেন। এ সময় তালা দিয়ে এখলাছের মাথায় আঘাত করেন ইমাদ।
পরে দ্রুত এখলাছকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান গ্রামবাসী। চিকিৎসকের পরামর্শে পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ বলেন, মারামারির ঘটনাটি সত্য। তবে কেন ঘটেছে কিনা তা খোঁজ নিলে জানা যাবে।
1 মন্তব্যসমূহ
������
উত্তরমুছুনA New Comment
Emoji