জাতিসংঘ মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কে বাদ দিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। জাতিসংঘের ‘পিস অপারেশন’ এর আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স কাছে এ চিঠি পাঠানো হয়। চিঠির বিস্তারিত তথ্য বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

[৩] ওই ১২টি সংগঠন হচ্ছে, অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান ফেডারেশন অ্যাগিনেস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড ডেভলপমেন্ট, এশিয়ার হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট, সিভিসাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টানন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দ্য অ্যাডভোকেট ফর হিউম্যান রাইটস ও ওয়ার্ল্ড, অর্গানাইজেশন অ্যাগিনেস্ট টর্চার (ওএমসিটি)।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো র‌্যাবের নির্যাতনের ঘটনা নথিভূক্ত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা র‌্যাবের নির্যাতন, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

[৫] গত দুই মাস আগে ২০২১ সালের ৮ নভেম্বর পাঠানো এই চিঠি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিভাগ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গত ১০ ডিসেম্বর গুরুত্বর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।