মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪৬০ শয্যা বিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এটির উদ্বোধনের জন্য ৯ জানুয়ারি, রবিরার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মো. এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji