মুসলিম বোনদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে: মোদি

 

 

অবশেষে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সাহারানপুরে ভোটের প্রচারে এসে তিনি এই ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধীদের। যদিও হিজাব শব্দটি একবারের জন্যও তাকে উচ্চারণ করতে শোনা যায়নি।

মোদি বলেন, ‘মুসলমানদের সমর্থন এখন বিজেপি-র পক্ষে। মুসলিম মহিলারা মোদিকে ধন্য ধন্য করেন। আর এই বিষয়টাই এখন কিছু সংখ্যালঘু তোষণকারীদের পেটব্যাথা-মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই মুসলিম বোনেদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কিন্তু, বিজেপি সরকারে মুসলিম মেয়ে-বোনেদের পাশে রয়েছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকার ‘হর মজলুম’ অর্থাৎ সমস্ত মুসলিম মহিলাদের পাশে আছে যারা প্রতারণার শিকার হচ্ছেন।’

এ সময় মোদি বলেন, ‘তিন তালাকের মতো নিন্দনীয় রীতি থেকে মুসলিম মহিলাদের মুক্তি দিয়েছে বিজেপি সরকার। যে আইন আনা হয়েছে, তাতে মুসলিম মহিলারা বিজেপি সরকারের ধন্য ধন্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, ভিডিও বার্তায় মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মুসলিম মহিলারা।’

তিনি আরও বলেন, ‘বিজেপি সরকার তাদের সুরক্ষা দিয়েছে। তাই এই সরকারের উপর ভরসা রয়েছে মুসলিমদের। আর এখানেই ভয় পেয়েছেন অনেকে। ভেবেছেন এবার তো তাদের ঘরেও মোদির জয়জয়কার হচ্ছে। এতেই ঘুম উড়ে গিয়েছে। পেটে ব্যাথা হয়ে গিয়েছে। ফলে মুসলিম মেয়েদের আটকাতে নেমে পড়েছেন তারা।’

এ সময় মোদি বলেন, ‘মুসলিম মেয়েদের সঙ্গে প্রতারণা চলবে না। দেশের মেয়েদের পাশে সরকার সর্বদা রয়েছে।’ এদিন কোভিড পরবর্তী পরিস্থিতিতে সাহারানপুরে প্রথম জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী। সূত্র: টিওআই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ