ইসলামী আন্দোলনের সমর্থন নিয়ে ১২ হাজার ভোটে নৌকাকে হারালেন জামায়াত নেতা

Share on facebook
 
Share on twitter
 
Share on whatsapp
 
Share on pinterest
 
Share on telegram

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা নূর মোহাম্মদ আবু তাহের স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও জাতীয় পার্টির সমর্থন নিয়ে ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নূর মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট।

বেসরকারিভাবে পাওয়া তথ্য মতে, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ হাজার ৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মো: আব্দুল খালেককে হারিয়েছেন নূর মোহাম্মদ।