ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রাম থেকে শিরচ্ছেদ করা হত্যাকৃত এক যুবতীর লাশের মাথা উদ্ধার করে র‍্যাব।৬ জানুয়ারি,বৃহস্পতিবার দুপুর বেলা ২ টার দিকে উদ্ধার করা হয়।


র‍্যাব সূত্রে জানা যায়,সেলিম নামের এক যুবক,যার গ্রামের বাড়ি রংপুর। সে থাকত গাজীপুরে।ঐ যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।মাঝে মাঝেই তারা ঐ জায়গাতেই ঘুরতে আসত।তবে,এক পর্যায়ে মেয়ে তাকে বিয়ে করার জন্য তাগিদ দিতেছিল।সেলিম,বিয়ের চাপ থেকে রেহাই পেতে মেয়েটিকে আরেকজনের সহায়াতায় হত্যা করে এবং শিরচ্ছেদ করে মাথা লুকিয়ে রাখে, যেন মেয়েটির পরিচয় না জানা যায়।


তবে,এর আগে লাশ পাওয়া গেলেও মাথা না পাওয়ার জন্যে মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে র‍্যাব।আসামিকে আটক করে জিজ্ঞাসাবাদের পর মাথা লুকিয়ে রাখার জায়গা থেকে আজ উদ্ধার করা হয়।তবে,মেয়েটির পরিচয় সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।