সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের সময় দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দেয় আরব আমিরাত। সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে এই দাবি করা হয়। খবর রয়টার্সের।
গত রোববার প্রথমবারের মতো সরকারি সফরে আমিরাতে যান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেখানে তিনি রাজধানী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলেন।
বিজ্ঞাপন
এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো আরব আমিরাতে হামলা চালাল হুতিরা। এর আগে ১৭ জানুয়ারি আবুধাবিতে চালানো হামলায় তিনজন নিহত ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সোমবারের হামলার বিষয়ে হুতির এক মুখপাত্র জানান, তাঁরা আবুধাবিতে ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রের হামলা ও দুবাইয়ে ড্রোন হামলা চালিয়েছেন।
যুক্তরাষ্ট্র এসব হামলার নিন্দা জানিয়েছে। এ নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক টুইট বার্তায় বলেন, ‘ইসরায়েলের প্রেসিডেন্ট যখন এই অঞ্চলে সেতুবন্ধন ও স্থিতিশীলতা আনতে আরব আমিরাতে সফর করছেন, সে সময় হুতিরা হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হুমকির মুখে ফেলছে।’
এদিকে এক টুইটার পোস্টে আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘অর্থহীন উসকানি’ অভিহিত করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এসব মোকাবিলা করা হবে বলে জানান। তিনি বলেন, যারা আরব আমিরাতকে পরীক্ষা করে, তারা ভুল করে।
গত রোববার প্রথমবারের মতো সরকারি সফরে আমিরাতে যান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেখানে তিনি রাজধানী আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে কথা বলেন।
বিজ্ঞাপন
এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয়বারের মতো আরব আমিরাতে হামলা চালাল হুতিরা। এর আগে ১৭ জানুয়ারি আবুধাবিতে চালানো হামলায় তিনজন নিহত ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সোমবারের হামলার বিষয়ে হুতির এক মুখপাত্র জানান, তাঁরা আবুধাবিতে ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্রের হামলা ও দুবাইয়ে ড্রোন হামলা চালিয়েছেন।
যুক্তরাষ্ট্র এসব হামলার নিন্দা জানিয়েছে। এ নিয়ে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক টুইট বার্তায় বলেন, ‘ইসরায়েলের প্রেসিডেন্ট যখন এই অঞ্চলে সেতুবন্ধন ও স্থিতিশীলতা আনতে আরব আমিরাতে সফর করছেন, সে সময় হুতিরা হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হুমকির মুখে ফেলছে।’
এদিকে এক টুইটার পোস্টে আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘অর্থহীন উসকানি’ অভিহিত করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এসব মোকাবিলা করা হবে বলে জানান। তিনি বলেন, যারা আরব আমিরাতকে পরীক্ষা করে, তারা ভুল করে।
0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji